এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Burwan Incident ঘুম ভাঙে প্রতিবেশীদের চিৎকারে! তারপর এই দৃশ্য দেখে চমকে উঠলেন

Published on: December 30, 2024
Burwan Incident

Burwan Incident  শীতের রাত! শুনশান চারপাশ। মাঝ রাতে আচমকাই ঘুম ভাঙল প্রতিবেশীদের চিৎকার শুনে। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা পরিবার টের পেল আগুন লেগেছে বাড়ির গোয়াল ঘরে! তারপর যা ঘটল! ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা পেশায় রেশন ডিলার অজিত কুমার দে-র বাড়িতে ঘটে যায় এই ভয়াবহ অগ্নিকান্ড। গভীর রাতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Burwan Incident বিধ্বংসী আগুনে প্রাণ গেল গবাদি পশুর-

Burwan Incident গোয়াল ঘরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে যেতে থাকে আশেপাশে। ঘর থেকে বেরিয়ে কোনরকমে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোয়াল ঘর। উদ্ধারের আগেই বিধ্বংসী আগুনের ভয়াবহতায় পুড়ে যায় বেশ কয়েকটি গবাদী পশু।

Burwan Incident  ঘটনাস্থলে আসে দমকল-

Burwan Incident পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখা নেভানোর আপ্রান চেষ্টা চালিয়ে যান দীর্ঘক্ষণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষনের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে।

Burwan Incident গৃহকর্তা কী জানালেন? কী অনুমান?

গৃহকর্তা রেশন ডিলার অজিত কুমার দে জানান, ” চিৎকার শুনে ঘর থেকে বেরোই। কেউ গোয়াল ঘরে ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলেই মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক কারা এই ঘটনার পেছনে যুক্ত”।

Burwan Incident অগ্নিকান্ডের ঘটনায় শোকের ছায়া ক্ষতিগ্রস্ত পরিবারে। অবলা পশুদের মর্মান্তিক পরিণতি দেখে চোখে জল এলাকাবাসীদেরও। কীভাবে ঘটল এই ঘটনা! তদন্তের দাবী স্থানীয়দেরও।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now