এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj Ganga erosion লহরপুরের পর ভাঙন সামসেরগঞ্জের শিকদারপুরে, রাতে ভাঙল তিনটি বাড়ি

Published on: September 27, 2024

Samserganj Ganga erosion  একদিকে ফুঁসছে গঙ্গা অন্যদিকে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের শিকদারপুর গ্রাম। বৃহস্পতিবার রাত থেকে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে শিকদারপুরে। উত্তাল গঙ্গায় তলিয়ে গিয়েছে পরপর তিনটি বাড়ি। বেশ কিছু বাড়িও ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ঘর বাড়িই নয় নদী গর্ভে বিলীন হয়েছে মাটির বাঁধের একাংশ, জমি জায়গা। নদী পারে রাত জেগে পাহারায় স্থানীয়রা। রাতের ভয়াবহতায় ঘর ছাড়া বহু পরিবার, ঠাই হয়েছে খোলা আকাশের নীচে। স্থানীয় বাসিন্দা মাহামুল হাসান বলেন, ভয়ংকর অবস্থায় গোটা গ্রাম। যে কোন মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটার আশঙ্কা প্রবল। ভাঙন দেখতে আশেপাশের গ্রামের বাসিন্দারাও ছুটে আসেন। বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়া নয়, স্থায়ী সমাধানের দাবী করেন পার্শ্ববর্তী বাসুদেবপুরের বাসিন্দা জামিরুল সেখ, মতিউর রহমানরা।

শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে যান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ভাঙন দুর্গদের সাথে কথা বলেন তিনি। বিধায়ক বলেন, খবর পেয়েই শিকদারপুরে এসে দেখি কয়েকটি বাড়ি ভেঙেছে। এলাকায় বাঁধ ভেঙে জল ঢোকার গুজব ছড়ায়। তাতে আতঙ্ক ছড়ায় এলাকায়। আতঙ্ক না ছড়িয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। ভাঙন প্রতিরোধে সেচ দপ্তর কাজ করছে। বালির বস্তা ফেলা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে নদী পারে ভাঙন না হলেও আতঙ্ক, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদী পারের বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now