এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Police Petrol বহরমপুরে টহলদারিতে জোর পুলিশের উইনার্স টিমের

Published on: August 26, 2024
Berhampore Police Petrol for safety

Berhampore Police Petrol  চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ রুখতে বহরমপুরে টহলদারিতে জোর মহিলা পুলিশের উইনার্স টিমের। বহরপুর মহিলার থানার পক্ষ থেকে বছর দুয়েক আগে তৈরি হয়েছিল উইনার্স বাহিনী। বিভিন্ন যায়গায় টহরদারিতে দেখা যেত কালো প্রশাকের এই বাহিনীকে। আরকিকর কান্ডের পর ফের নজরদাবি বাড়িয়েছে এই বাহিনী।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে বিভিন্ন জনবহুল এলাকা ও স্কুল কলেজের সামনে টহলদারির পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বললেন তাঁরা। যে কোন সমস্যায় পরলে দ্রুত তাদের সাথে যোগাযোগ করতে ফোন নাম্বার দেন পুলিশ কর্মীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now