নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জেলার মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুর স্টেডিয়ামে। সোমবার শীতের দুপুরে দৌড়, লংজাম্প, হাইজাম্প থেকে শটপুট, জাগ্লিংয়ে মাতলো জেলার পড়ুয়ারা। ১৪ তম জেলা মাদ্রাসা স্পোর্টসে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ বিশিষ্টজনেরা।
মুর্শিদাবাদের বিভিন্ন মহকুমা থেকে প্রায় ৪৫০ জন প্রতিযোগী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে এসে বর্তমানে ডিজিটাল যুগে খেলাধুলোর প্রয়োজনীয়তা নিয়ে বলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠনের সহ সম্পাদকও।মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টসের সহ সম্পাদক এ কে উল ফারাদ। তিনি জানান, “মাদ্রাসা ক্রীড়ার মান আগের তুলনায় বর্তমানে খেলাধুলার আরও উন্নতি হয়েছে। পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে আগ্রহ দেখাচ্ছে খেলাধুলায়। যা ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই ভালো বিষয়”।
সোমবার দুপুরে প্রতিযোগিতা শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের মাঠ থেকেই সম্মান জানানো হয়।