এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Save Water Campaign জল সংরক্ষণ নিয়ে সচেতনতার পাঠ চাচন্ড হাইস্কুলে

Published on: August 28, 2024
Save Water Campaign for studnets in Chachondo

Save Water Campaign পানীয় জলের ব্যবহার থেকে জল সংরক্ষণ থেকে জল বাহিত রোগ দুরিকরণ ছাত্র ছাত্রীদের সচেতন করতে আলোচনা সামশেরগঞ্জের চাচন্ড বিজে হাইস্কুলে। মুর্শিদাবাদে জল জীবন মিশনে আইএসএ-র উদ্যোহে বুধবার এই শিবিরের আয়োজন করা হয়। পানীয় জলের ব্যবহার থেকে পানীয় জলের গুনমান কীভাবে যাচাই করা যায় তা নিয়ে পরামর্শ দেওয়া হল ছাত্র ছাত্রীদের।

চাচন্ড বি জে হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান তিনি জানান, “আজকে জল জীবন মিশনে, ISA-এর পক্ষ থেকে জল নিয়ে সচেতন করা হয়। জলের প্রয়োজনীয়তা, জল নিয়ে রোগ এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে একটি প্রোগ্রাম করে। ফলে পড়ুয়ারা আজ অনেককিছু সেখেন। সবাই খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। ” ক্লাসে ক্লাসে চলল সচেতনতার পাঠ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now