এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

রানিনগরে কংগ্রেস নেত্রীর উপর হামলার অভিযোগ ! পথঅবরোধে বাম কংগ্রেস

Published on: June 5, 2023

মামুন আব্দুল কায়েম: কংগ্রেস সভানেত্রীর উপর হামলার অভিযোগ এনে   রানিনগরের সেখপাড়ায় যৌথ ভাবে পথঅবরোধ করল সিপিআই(এম) ও   কংগ্রেস। সোমবার প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ। কংগ্রেস কর্মীদের অভিযোগ,  রবিবার রাতে রানীনগরের সেখপাড়া বাজার এলাকায় একটি দোকানে বসে দলীয় কর্মসূচী করছিলেন রানীনগর ২ ব্লক কংগ্রেসের সভানেত্রী সহ দলীয় নেতৃত্ব । সেই সময় কিছু দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম ও এক কংগ্রেস কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগ তোলেন মহিলা কংগ্রেস নেত্রী।

এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের সন্ত্রাস ও পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তুলে সোমবার সেখ পাড়া বাজারে পথঅবরোধ শুরু করে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এদিন প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ।বাম কংগ্রেসের দাবী পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস ও বিরোধীদের ভয় দেখাতে হামলা চালিয়েছে তৃণমূল। যদিও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতি শাহ আলম সরকারের  দাবী এই ঘটনায় শাসক দলের কোন যোগ নেই। কংগ্রেসের অন্তরকলহে এমন ঘটনা ঘটেছে।এই অবরোধকে ঘিরে অপৃতিকর ঘটনা এড়াতে সেখপাড়া বাজারে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now