New Recruitment Rules কেন্দ্রীয় ভাবে নিয়োগ হবে স্থায়ী শিক্ষাকর্মী! তৎপর উচ্চশিক্ষা দফতর

Published By: Imagine Desk | Published On:

New Recruitment Rules  এতদিন কলেজে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজ থেকেই করা হত। ২০২২ সালের নতুন আইন অনুসারে, কলেজগুলি আর নিজে থেকে স্থায়ী পদে নিয়োগ করবে না। পুরোটাই হবে কলেজ সার্ভিস কমিশনের College Service Commission মাধ্যমে। ফলে, রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগী হল উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগবিধির খসড়া প্রস্তুত করে ফেলেছে দফতর।  অনুমোদনের জন্য ইতিমধ্যেই আইন দফতরেও পাঠানো হয়েছে। আইন দফতর থেকে অনুমোদন মিললে তা পাঠানো হবে অর্থ দফতরে। গোটা প্রক্রিয়া শেষে উচ্চশিক্ষা দফতর থেকে কমিশনের কাছে তা পাঠানো হবে এবং কমিশন থেকেই নতুন বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। উল্লেখ্য, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগের জন্য ২০২২ সালে বিধানসভায় একটি বিল পাশ হয়। আইনও তৈরি হয়। কিন্তু এখনও তা কার্যকর হয়নি।

New Recruitment Rules এতদিন কেন্দ্রীয় ভাবে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থা ছিল না। বর্তমানে প্রচলিত নিয়ম অনুসারে, কোন কলেজে কত জন শিক্ষাকর্মী নিয়োগ যাবে, তার একটি তালিকা তৈরি করত শিক্ষা দফতর। সরকারের অনুমোদিত ওই পদগুলির ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদা আলাদা ভাবে নির্দিষ্ট পরীক্ষা এবং প্রক্রিয়া মেনে শিক্ষাকর্মী নিয়োগ হত। বাম আমল থেকেই এই নিয়ম চলে আসছিল। এই নিয়ম বদল করার জন্য তিন বছর আগেই উদ্যোগী হয় রাজ্য সরকার।

New Recruitment Rules  কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগ হলে গোটা প্রক্রিয়া আরও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে কলেজে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের পথে এগোচ্ছে কমিশন?