এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Lalbagh Tree Plantation: আমানিগঞ্জে লাগানো হয়েছে আড়াই হাজার চারাগাছ

Published on: June 24, 2024
Lalbagh Tree Plantation Today News

Lalbagh Tree Plantation বর্ষা প্রবেশ করলেও দাবদাহ কমার নামই নেই। এখনও সেই ভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। দাবদাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একমাত্র বৃক্ষরোপণ ভরসা। বর্ষার শুরুতে প্রায় আড়াই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ লালবাগের আমানিগঞ্জে।

স্থানীয় একটি করবস্থান কমিটির পক্ষ থেকে লালবাগ বহরমপুর লিঙ্ক রোডে এই বৃক্ষরোপণ কর্মসূচী নেওয়া হয়েছে। সোমবার মুর্শিদাবাদ শহর লাগোয়া মতিঝিলের পাশে আমানিগঞ্জ এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচীর সূচনা করলেন লালবাগের মহকুমা শাসক ডঃ বনমালী রায়।

লালবাগের এসডিও ডঃ বনমালী রায় জানান, “আজ এই সংস্থার পক্ষ থেকে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতে এই সামনের রাস্তার দুধারে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি আমরা”।

এদিন এসডিও নিজে হাতে গাছ লাগিয়ে কর্মসূচীর সূচনা করেন। আগামী দিনে আড়াই হাজার চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now