এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Jalangi accident ওভারটেক করাই হল কাল! বাইক চালকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া

Published on: November 6, 2024

Jalangi accident হেলমেট না পরে রুদ্ধশ্বাসে ছুটল বাইক, ট্রাক্টরকে ওভারটেক করার তাড়ায় ঘটে গেল চরম পরিণতি! বুধবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত সাদিখাঁরদেয়াড় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, রওশননগরের দিক থেকে সাদিখাঁরদেয়াড়ের দিকে যাচ্ছিল ইট বোঝাই ট্রাক্টর। ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়েই রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা বাইকের। বাইক থেকে ছিটকে রাস্তায় পরে যায় যুবক। পেছন থেকে আসা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটে যায় চরম পরিণতি। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যান সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম রাকেশ রানা। বয়স ৩০ বছর। স্থানীয় এক বাসিন্দা হায়দার আলী জানান, মাথায় ছিল না হেলমেট। বাইক চালকের নিজের গাফিলতিতেই অকালে চলে গেল প্রাণ।

Jalangi accident মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আত্মীয়রা। কান্নায় ভেঙে পড়েন মৃতের মা, বাবা, আত্মীয় সজন। ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় জলঙ্গি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের কাকা সামসুল মণ্ডলবলেন, ট্রাক্টরের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। ছেলেকে হারালাম আমরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now