অর্ঘ্যর গোলে স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ী হিন্দ ক্লাব

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  আবারও পায়ে পায়ে বল গড়ালো বহরমপুরের স্টেডিয়ামে। রবিবার স্টেডিয়ামের মাঠে খেলা হল সিনিয়ার ফাস্ট ডিভিশন স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। খেলা হল হিন্দ ক্লাব বনাম এফইউসি। এই ফুটবল প্রতিযোগিতায় সমস্ত জেলা থেকে মোট ১১টি দল অংশ গ্রহণ করেছিল।

২৫ জুলাই থেকে এই প্রতিযোগিতার শুরু হয়। এইদিন খেলা হয় অন্তিম ম্যাচ। এফইউসি ক্লাবকে ৩-১ গোলে পরাজিত  করে হিন্দ ক্লাব জিতে যায় এই প্রতিযোগিতা। ম্যাচের তিনটি গোলই করেন অর্ঘ্য সরকার।

একসাথে দুই টিম

 

এইদিন ম্যান অফ দা ম্যাচের ট্রফি তুলেদিলেন মুর্শিদাবাদ ক্রীড়া সংস্থার, সহ সভাপতি, শেখর রায়। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ফুটবল সাব কমিটির চেয়ারম্যান শীর্ষেন্দু ঘোষ।

মাঠে এফইউসি ক্লাবের ফুটবলাররা

 

ট্রফি জিতে উচ্ছাসের জোয়ার বয়ে যায় হিন্দ ক্লাবের সমস্ত টিমের মধ্যদিয়ে। জেলায় যাতে আরও যুব থেকে বাচ্চারা খেলাধুলার সাথে যুক্ত হয় । এই ভাবনা নিয়েই এগিয়ে চলেছে মুর্শিদাবাদ ক্রীড়া সংস্থা। আগামী প্রজন্ম থেকে আরও বড় বড় খেলোয়াড় যাতে এই জেলা দিতে পারে এটাই লক্ষ্য।