এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara News ভিন রাজ্যে কী ঘটল পরিযায়ী শ্রমিকের সাথে?

Published on: May 7, 2025
Hariharpara News

Hariharpara News  স্ত্রী, দুই সন্তানদের নিয়ে গিয়েছিলেন মুম্বই। এক মাসের মাথায় ঘটল এই ঘটনা। আকস্মিক ঘটনায় হতবাক পরিবার পরিজনেরা।  মুর্শিদাবাদেহরিহরপাড়া থানার অন্তর্গত বাইপুরের বাসিন্দা সাইনুল সেখের অকাল পরিণতিতে শোকে পাথর পরিবার। মাস খানেক আগেই মুম্বইয়ে কাজে গিয়েছিলেন সাইনুল। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার বাড়িতে আসে দুঃসংবাদ। মৃতের আত্মীয় রুহুনাতন বিবি জানান, পুরো পরিবারটাই শেষ হয়ে গেল। এমন ঘটবে কল্পনাও করা যায় নি। পরিবারকে বাঁচাতেই ভিন রাজ্যে গিয়েছিল। এখন পরিবারের কী হবে?

Hariharpara News কীভাবে মৃত্যু হল সাইনুলের? কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। রহস্যজনকভাবে মৃত্যু, নিখোঁজ স্ত্রীও।   স্থানীয়রা জানতে পেরেছেন, কিছুদিন আগেই মুম্বইয়ে দুই সন্তান, স্ত্রীকে নিয়ে ট্রেনে ওঠার সময় স্টেশনে ভিড়ে দলছুট হয়ে যায় ছেলে। স্ত্রী, মেয়েকে প্ল্যাটফর্মে বসিয়ে ছেলেকে খুঁজতে যায় সাইনুল।  আসতে দেরী হওয়ায় স্ত্রীও স্বামী, ছেলের খোঁজে যান। তারপরেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়  স্ত্রীও। দুই সন্তানের খোঁজ মেলে একটি হোমে। স্ত্রী এখনও নিখোঁজ। আর সাইনুল সেখের মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার। পরিবারের সাথে ঘটল কী? সব নিয়েই ধোঁয়াশায় সাইনুলের পাড়া প্রতিবেশীরাও। গ্রামবাসীরা শোকার্ত পরিবারের পাশে। চাঁদা তুলে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। পাশাপাশি প্রত্যেকেই চাইছেন দুই সন্তানের সুরক্ষা। মৃতের স্ত্রীর খোঁজে প্রশাসনের হস্তক্ষেপ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now