এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Karate: হরিহরপাড়ায় ক্যারাটে প্রতিযোগিতা

Published on: July 24, 2024
Hariharpara Karate

Hariharpara Karate ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস হরিহরপাড়া ব্লক এর উদ্যোগে ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ হরিহরপাড়া ব্লকের কন্যাশ্রী যোদ্ধা পার্কে এই ক্যারাটে প্রতিযোগিতা করা হয়। এই ক্যারাটে প্রতিযোগিতায় প্রায় ৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার মধ্যে দিয়ে ১০ জন ছাত্রছাত্রীকে সিলেক্ট করা হয়। এই দশজন মহকুমা স্তরে ক্যারাটে প্রতিযোগিতা করার সুযোগ পাবে বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের ভিডিও ছেরিং জাম ভুটিয়া, জয়েন্ট বিডিও আমোষ তামাং, হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

ক্যারাটে প্রতিযোগিতার মতন প্রোগ্রামে বাচ্চারা অংশগ্রহন করতে পেরে তারাও খুশি। পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। তাই বহু বাবা-মা নিজের থেকেই এই ক্যারাটে ক্লাসে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now