মেহেদি হাসান, সুতিঃ স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় অভিভাবকরা। মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা। রক্তারক্তি কান্ড স্কুল চত্বরে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুতির আমোহা কদমতলা হাইস্কুলে। স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল প্রধান শিক্ষকের ঘরে উপস্থিত ছিলেন ছাত্রী ও তাঁর অভিভাবকরা। কথা বলতে বলতে হঠাৎই প্রধান শিক্ষকের ওপর চড়াও হন তাঁরা।

প্রধান শিক্ষক বদরুল ইসলাম বলেব, প্ল্যানমাফিক হয়েছে আক্রমণ। ঝোলায় করে নিয়ে আসা হয়েছিল পাথর। সেই পাথরের আঘাতেই মাথা ফাটানো হয়। ঘটনায় হতভম্ভ আমোহা কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক। আক্রমণ করে পলাতক ছাত্রীর অভিভাবকেরা।
প্রধান শিক্ষককে আক্রমণের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সুতি থানায়। সুতির আমোহা কদমতলা হাইস্কুলে এসে থানার অফিসার ইনচার্জ কথা বলেন প্রধান শিক্ষকের সাথে। কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল তার তদন্ত করছে সুতি থানার পুলিশ।