Domkal রাজ্যে যখন অন্য দল থেকে শাসক দল তৃণমূলে যোগ দানের হিড়িক। সেই সময় উলটপূরাণ মুর্শিদাবাদের ডোমকলে । ডোমকলে হল তৃণমূল All India Trinamool Congress থেকে সিপিএমে CPI(M) যোগদান। তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিএমের অফিসে। বৃহস্পতিবার রাতে ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে হল দল বদল। শুধু, কর্মী সমর্থক নয়, ভোল বদল হল পার্টি অফিসেরও। ২০২১ এর পর তৃণমূলের হাতে দখল হওয়া সিপিএমের অফিসেরও দখল ফেরাল সিপিএম।
Domkal বৃহস্পতিবার রাতে ডোমকলের সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের হাত থেকে সিপিএমের পতাকা তুলে নেন যোগদানকারীরা। দলবদলকারীদের দাবী, তৃণমূলের ১৬ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির নেতৃত্বে দুর্নীতি হচ্ছে। আবাস প্রকল্পে হয়েছে লাগামছাড়া দুর্নীতি। তাই তৃণমূল ছেড়ে সিপিএমে। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ডোমকল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা জাহাঙ্গীর মণ্ডল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনছেন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানকারীরা।
Domkal যদিও যদিও ডোমকলের বিধায়কদের দাদা, ১৬ ওয়ার্ড তৃণমূল সভাপতি জাহাঙ্গীর মণ্ডলের দাবী, দুর্নীতির অভিযোগ মিথ্যা । যোগদানকারীরাও তৃণমূল করতেন না বলে দাবী তাঁর।
Domkal সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমানের দাবী, রাজ্যজুড়ে তৃণমূল দুর্নীতি, সন্ত্রাস চালাচ্ছে। ডোমকলেও শুধুই লুট করছে তৃণমূল। তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই এই যোগদান। বেশকিছু নির্বাচনেই এই ধারাবাহিভাবে ওয়ার্ডে লিড পাচ্ছে তৃণমূল। লিড ছিল লোকসভা নির্বাচনেও। বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এলাকায় কোনও প্রভাব ফেলে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।