White Sesame Seeds শীতের আভাস দিচ্ছে প্রকৃতি। আলমারি থেকে গরম পোশাক বার করার তোরজোর চলছে। এমন অনেক মানুষ আছেন যারা প্রতি শীতেই সর্দি কাশিতে ভোগেন। এর থেকে রেহাই পেতে মোক্ষম দাওয়াই হতে পারে সাদা তিল। সাদা তিলের রয়েছে অনেক গুণ । শরীরের অনেক সমস্যায় সাদা তিল খেলে উপকার মেলে। কোনও সংক্রমন কাছে ঘেঁষতে পারেনা।এখন থেকে যদি সাদা তিল খাওয়া শুরু করেন তাহলে সুফল পাবেন।
White Sesame Seeds কী উপকার সাদা তিলে ?
১) তিলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার Fiber । তাই ডায়াবেটিস Diabetes রোধে সাহায্য করে সাদা তিল। শীতের সময়ে ডায়াবেটিকদের বিশেষ ভাবে প্রয়োজন তিল।
২) এই সময় স্বাভাবিক ভাবেই ত্বক শুষ্ক হয়ে জায়।কমে যেতে পারে ত্বকের জেল্লা। তাই ত্বকের যত্ন নিতেও তিল খাওয়া উপকারী।
৩) তিলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস। এই খাদ্যটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে এই সময় তিল খেলে ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা বাড়ে।
৪) সর্দি কাশি সহজে হানা দিতে পারেনা।
White Sesame Seeds কিভাবে সাদা তিল খাবেন?
সাদা তিল সালাদে এবং ভাজা ভাজাতেও ছিটিয়ে দেওয়া যেতে পারে, যাতে কিছুটা পুষ্টি যোগ হয়। এছারাও এখন তিল থেকে তৈরি বিভিন্ন খাবার দোকানে কিনতে পাওয়া যায় কিমবা বাড়িতে বানিয়েও নেওয়া যেতে পারে। তিলের বীজ খাওয়া হজমের উপকার করে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা একটি স্বাস্থ্যকর অন্ত্র বজায় রাখতে সহায়তা করে। আপনার খাবারে তিল যোগ করা আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং মঙ্গলকে উন্নত করার একটি সহজ উপায় হতে পারে।
White Sesame Seeds শীতের আভাস দিচ্ছে প্রকৃতি। আলমারি থেকে গরম পোশাক বার করার তোরজোর চলছে। এমন অনেক মানুস আছেন যারা প্রতি শীতেই সর্দি কাশিতে ভোগেন। এর থেকে রেহাই পেতে মোক্ষম দাওয়াই হতে পারে সাদা তিল। সাদা তিলের রয়েছে অনেক গুন। শরীরের অনেক সমস্যায় সাদা তিল খেলে উপকার মেলে। কোনও সংক্রমন কাছে ঘেঁষতে পারেনা।এখন থেকে যদি সাদা তিল খাওয়া শুরু করেন তাহলে সুফল পাবেন।
White Sesame Seeds কী উপকার সাদা তিলে ?
১) তিলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তাই ডায়াবেটিস রোধে সাহায্য করে সাদা তিল। শীতের সময়ে ডায়াবেটিকদের বিশেষ ভাবে প্রয়োজন তিল।
২) এই সময় স্বাভাবিক ভাবেই ত্বক শুষ্ক হয়ে জায়।কমে যেতে পারে ত্বকের জেল্লা। তাই ত্বকের যত্ন নিতেও তিল খাওয়া উপকারী।
৩) তিলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস। এই খাদ্যটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে এই সময় তিল খেলে ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা বাড়ে।
৪) সর্দি কাশি সহজে হানা দিতে পারেনা।
White Sesame Seeds কিভাবে সাদা তিল খাবেন?
সাদা তিল সালাদে এবং ভাজা ভাজাতেও ছিটিয়ে দেওয়া যেতে পারে, যাতে কিছুটা পুষ্টি যোগ হয়। এছারাও এখন তিল থেকে তৈরি বিভিন্ন খাবার দোকানে কিনতে পাওয়া যায় কিমবা বাড়িতে বানিয়েও নেওয়া যেতে পারে। তিলের বীজ খাওয়া হজমের উপকার করে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা একটি স্বাস্থ্যকর অন্ত্র বজায় রাখতে সহায়তা করে। আপনার খাবারে তিল যোগ করা আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং মঙ্গলকে উন্নত করার একটি সহজ উপায় হতে পারে।