এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

TMC 21 July Shahid Diwas ২১শে জুলাইয়ের চাঁদার জুলুমের অভিযোগ ফরাক্কায় !

Published on: July 20, 2024
TMC 21 July Shahid Diwas

TMC 21 July Shahid Diwas ফরাক্কায় এক আইসিডিএস কর্মী তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন ২১শে জুলাই সমাবেশের জন্য দেড় হাজার টাকা চাঁদা চাওয়ার। তিনি লিখিত ভাবে BDO ও CPDO-র কাছে লিখিত অভিযোগ জমা করেছেন শুক্রবার।

ফরাক্কার ইমামনগর গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে অঙ্গনওয়ারি কর্মী মহাশ্বেতা ঘোষ অভিযোগ করেন ফরাক্কার পঞ্চায়েত সদস্যের স্বামী তৃণমূল নেতা (TMC Leader) হুমায়ুন কবির তাকে এই চাঁদার জন্য জোর জবরদস্তি করেন। তিনি দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন।

আইসিডিএস (ICDS) কর্মী মহাশ্বেতা ঘোষ তিনি জানান, “সেন্টারে গিয়ে যখন বাচ্চাদের স্কুল শুরু করি। তখন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হুমায়ুন কবির তিনি এসে বলেন আমাদের ২১শে জুলাই-এর সমাবেশের মিটিং-এ যেতে হবে। আমি বললাম কীভাবে যাবো ডিউটিতে আছি। তো না গেলে টাকা দিতে হবে বলছে সে”।

যদিও ওই তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা ওই অঙ্গনওয়ারি কর্মীর বিরুদ্ধে নিয়মিত সেন্টার না খোলার অভিযোগ করেছেন এবং ওই মহিলা সক্রিয় বিজেপি কর্মী বলে এই ধরনের উদেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ করেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন- ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে অ্যামাজনের প্রাইম ডে সেলে?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now