Beldanga ICDS: সেন্টারে ঢুকেই মাথায় হাত আইসিডিএস কর্মীর

Published By: Madhyabanga News | Published On:

Beldanga ICDS বৃহস্পতিবার নিজের হাতে তালা দিয়েছিলেন আইসিডিএস সেন্টারে। শুক্রবার সেন্টারের রাঁধুনির ফোন পেয়ে চমকে গিয়েছিলেন। জানানো হয়েছিল, ভাঙা হয়েছে সেন্টারের তালা। বেলডাঙ্গার সুরুলিয়া পূর্ব পাড়ায় আইসিডিএস সেন্টারে এসে মাথায় হাত আইসিডিএস কর্মী মানোয়ারা খাতুনের। সেন্টারে এসে দেখেন, ভাঙা হয়েছে তালা। ছিটিয়ে রয়েছে চাল ডাল, নষ্ট করা হয়েছে মিডডেমিলের ডিম। তবে চুরি হয় নি চাল, ডাল। মানোয়ারা খাতুনের দাবি, চুরি গিয়েছে ডিম।

 

রাতের অন্ধকারে বেলডাঙ্গার সুরুলিয়া পূর্ব পাড়া এলাকায় ওই  আইসিডিএস সেন্টারে তান্ডব চালান হয় বলে অভিযোগ।  শুক্রবার সকালে আইসিডিএস সেন্টারের কর্মী দেখেন , দরজার তালা ভাঙা । ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাল ডাল, নষ্ট করা হয়েছে শিশু ও মায়েদের জন্য  বরাদ্দ  ডিম। কারা এই কাজ করল ? জানতে চাইছেন গ্রামের মানুষও।