এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Tab Scam লম্বা হচ্ছে অভিযোগের তালিকা! ‘ট্যাব কেলেঙ্কারি’ নিয়ে কী দাবী অধীর রঞ্জন চৌধুরীর

Published on: November 14, 2024

Tab Scam  ছাত্র ছাত্রীদের সুবিধায় চালু হয়েছিল সরকারি প্রকল্প। পড়াশোনায় সুবিধার ক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হচ্ছিল ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা। কিন্তু সেই ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে! অভিযোগ উঠছে একের পর এক। এক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, সেই টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। ধীরে ধীরে লম্বা হচ্ছে অভিযোগের তালিকা। রাজ্য জুড়ে বিভিন্ন জেলার সাথে অভিযোগ মুর্শিদাবাদ জেলার নানান প্রান্তেও। এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Tab Scam বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর দাবী করেন- টাকা নয় টাকার বদলে ডাইরেক্ট ট্যাব দেওয়া হোক পড়ুয়াদের। টাকা দিয়ে ট্যাব কেনা নয়, টাকা না দিয়ে ট্যাব দেওয়া হোক। তিনি আরও বলেন, ‘ সাইবার ক্রাইম সারা পৃথিবী জুড়ে হচ্ছে। ভারতবর্ষেও হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে ট্যাব কেলেঙ্কারি! সেই ট্যাব কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসক, তারা জড়িয়ে যাচ্ছে এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’। সবুজ সাথি প্রকল্পের উদাহরণ টেনে দিন অধীর বলেন, ‘ এখানে সবুজ সাথি প্রকল্প চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী। ভালো হোক, খারাপ হোক, সাইকেল ভাঙা হোক, সাইকেল গোটা হোক, সাইকেলটা পাচ্ছিল। টাকার বদলে ট্যাব কিনে দেওয়া কেন হচ্ছে না? মেটিরিয়াল দেওয়া হোক। টাকা না দিয়ে তার পরিবর্তে ট্যাব কিনে দেওয়া হোক ছাত্র ছাত্রীদের। এটা মনে হয় ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ভালো হতে পারে। কারন একটাই, মূলত গরিব পরিবারের ছাত্র ছাত্রী। তারা অন্য কোথাও খরচ করবে না তার কি কোন গ্যারেন্টি আছে? ‘

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now