এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Suti Murder সুতিতে মামা শ্বশুরের হাতে খুন

Published on: June 1, 2024
Suti-Murder-News

Suti Murder শুক্রবার রাতের অন্ধকারে ধারালো অস্ত্রের কোপে খুন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে সুতি (Suti) থানার অন্তর্গত সাজুর মোড় ১২ নম্বর জাতীয় সড়ক (National Highway) সংলগ্ন পাথরের ক্যাসার এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই ব্যাক্তির নাম মহসিন শেখ। তিনি সুতি থানার গাজীপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল তার মামা শ্বশুরের সঙ্গে। এবং সেই অশান্তির জেরেই খুন হতে হল মহসিন সেখকে।

রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত করছে সুতি থানার পুলিশ। মৃতের আত্মীয় আনসার সেখ জানান, ‘বেশ কিছু দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। কথা কাটাকাটি হতে থাকতোই। যেহেতু আমার দাদার দুটো বিয়ে। তাই সেই নিয়ে আগের পক্ষের তরফ থেকে ক্রমাগত ঝামেলা করত’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now