এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj TMC সামসেরগঞ্জে ফের কংগ্রেস ছেড়ে তৃণমূলে

Published on: September 19, 2024
Samserganj TMC

Samserganj TMC  সামশেরগঞ্জে কংগ্রেসে আবারও ভাঙ্গন ধরাল তৃণমূল। বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করল বোগদাদনগর অঞ্চলের ১৩৪ নম্বর বুথের কংগ্রেস নেতা মোস্তাফিজুর রহমান । বৃহস্পতিবার সকালে বিধায়কের বাসভবনে তৃণমূলের পতাকা তুলে নেন কংগ্রেস নেতা সহ তার অনুগামীরা। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই যোগদান বলে দাবি ওই কংগ্রেস নেতার।

এই যোগদান ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। বিধায়ক ছাড়াও  দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান করান হয়। বিধায়ক আমিরুল ইসলামের দাবি, উন্নয়নে শামিল হতেই এই যোগদান।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now