এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rejinagar Dacoity দিনে দুপুরে দুই লক্ষ টাকা ছিনতাই রেজিনগরে

Published on: July 2, 2024
Rejinagar Dacoity Case Police Caught Arrest

Rejinagar Dacoity দিনে দুপুরে রাস্তায় পথ আটকে নগদ টাকা ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রেজিনগর (Rejinagar) থানার কাশিপুরে । মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে। এদিন রেজিনগরের কাশিপুর থেকে শুকুরপুকুর যাচ্ছিলেন মুক্তাজুল বিশ্বাস নামে এক সিএসপি কর্মী। সঙ্গে ছিলেন তাঁর ভাই।

মুক্তাজুলের দাবি, মাঠের পাশের রাস্তা দিয়ে বাইকে করে যাওয়ার সময় তিন দুষ্কৃতি পথ আটকায়। তাদের কাছে থাকা টাকা ও ব্যাপটপ ছিনতাই করে বলে অভিযোগ । প্রায় ২ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বলে দাবি ওই সিএসপি কর্মীর

প্রকাশ্যে দিনের আলোয় এই ধরনের ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যদিও পুলিশের দাবি ঘটনার তদন্তে নেমে মাঠ থেকে একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। দুষ্কৃতিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now