এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad politics অধীরের অভিযোগ নিয়ে উপদেশ অপূর্বর, ‘গুরুশিষ্য’ তকমা শাখারভের

Published on: November 1, 2024

Murshidabad politics আর জি করের পর এবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বর্জ্য পাচারের অভিযোগ! বায়োলজিক্যাল ওয়েস্ট- নিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য জুড়ে হাসপাতালে ঘৃণ্য অপরাধ চলছে- এই অভিযোগে সরব কংগ্রেস নেতা। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে বলেন- ‘মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বর্জ্য পাচারের অভিযোগ পাওয়া গিয়েছে, যা খুনের থেকেও অপরাধ! ঠাণ্ডা মাথায় মানুষকে হত্যা করার অপরাধ। একজন নয় কতজন মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে তার কোন হিসেব নেই। জেলায় জেলায় রাজ্যের হাসপাতালে যে ঘৃণ্য কারবার চলছে তার থেকে এ রাজ্যকে মুক্ত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ বহরমপুর পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে মাটির তলায় সেগুলো প্রবেশ করবে চুইয়ে চুইয়ে জলের সঙ্গে। আমাদের পানীয় জলের বারোটা বাজাবে। আরজিকরের মতো ঘটনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম পশ্চিমবঙ্গের এই ঘৃণ্য অপরাধ চক্রের কথা।’

Murshidabad politics অধীরের অভিযোগ, আশঙ্কা নিয়ে তরজা তুঙ্গে জেলার রাজনীতিতে। একের পর এক অভিযোগের আঙুল তুলছে কংগ্রেস। থেমে নেই শাসক দল তৃণমূলও। অধীর চৌধুরীর অভিযোগ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুর- মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার। অপূর্ব বলেন, ‘ মাটির তলায় ওয়েস্ট খারাপ হয়ে যাবে, সমস্যাটা বাংলার নয়! গোটা পৃথিবীর।’ অধীরকে নিশানা করে বলেন, ‘ তিনিই তো বহরমপুরে চালু করেছিলেন তাঁর চেয়ারম্যানকে দিয়ে ডাম্পিং গ্রাউন্ড। কয়েকটা বছর হল তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন নাড়ুগোপাল মুখার্জী। তার আগে দীর্ঘ দু দশক চালিয়েছেন তিনি। সেদিন মাটির তলায় খারাপ হয়নি! মানুষের ক্ষতির কথা সেদিন তিনি ভাবেন নি! কীসের বিনিময়ে? অধীরকে উপদেশ দিয়ে অপূর্ব বলেন, ‘ ওনার কাছে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জমা দেন। আমাদের নজরে এগুলো আসেনি।’

Murshidabad politics অন্যদিকে বর্জ্য পাচারের অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস ও তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে বিজেপি। সমালোচনায় সরব হয়েছেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার। কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করে পাল্টা গুরু-শিষ্যর তকমা বিজেপি নেতার। অধীর চৌধুরীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করে শাখারভ সরকার বলেন,  ‘এই বর্জ্য পাচারে যারা যুক্ত তারা প্রত্যেকে ওনার শিষ্য। ওনার হাতে তৈরি। আজকে তৃণমূল করলেও তারে অন্ধকারে সবাই এক।’ শাখারভের দাবী- ‘মেডিক্যাল কলেজের দুর্নীতি নিয়ে প্রকৃত তদন্ত চাই।’ মুর্শিদাবাদ মেডিক্যালের বর্জ্য পাচারের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম মুর্শিদাবাদ। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now