খড়গ্রামে জমিতে তৃণমূল কর্মীর দেহ। রাত থেকে খুন ৩ তৃণমূল

Published By: Madhyabanga News | Published On:

ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামে জমিতে পড়ে থাকল তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ। মুর্শিদাবাদে ফের তৃণমূল কর্মী খুনের খবর । বেলডাঙ্গা, রেজিনগরের পর এবার খড়গ্রাম। খড়গ্রামের রতনপুরে নির্বাচনী হিংসায় খুন তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখ। উত্তেজনা এলাকায়। শুক্রবার খড়গ্রামের রতনপুর গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই খড়গ্রামের রতনপুরেই মনোনয়নের প্রথম দিন খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। শুক্রবার খড়গ্রামের রতনপুর যান রাজ্যপাল। সেই খুনের মামলায় অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখ। ভোটের আগের ভোরে খুন সেই সাবিরুদ্দিন শেখ। সকালে রতনপুরে জমি থেকে উদ্ধার হয় দেহ।

 

ভোটের আগের রাতেই মুর্শিদাবাদে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল  কংগ্রেস কর্মীর। রাতেই বেলডাঙ্গার কাপাসডাঙ্গায়  সংঘর্ষ হয় দুই দলের কর্মীদের মধ্যে।  মৃত্যু হয়েছে  তৃণমূল কর্মী বাবর আলির। মাঝরাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার বেলডাঙ্গা ২ ব্লকের তেঘড়ি নাজিরপুরে বোমার আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ নামের এক তৃণমূল কর্মীর। মৃতের দাদার দাবি, রাতে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় বোমা মারা হয়।