এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Lalgola News সাত সকালে রাস্তা নিয়ে বিবাদে গেল প্রাণ

Published on: June 26, 2024
Lalgola News.

Lalgola News   সাত সকালে রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল এক বৃদ্ধের । মুর্শিদাবাদের Murshidabad  লালগোলায় Lalgola  বুধবার সকালে রাস্তা নিয়ে দুই পক্ষের বিবাদ সংঘর্ষে গড়ায়। শুরু হয় ইট ছোঁড়াছুঁড়ি। সংঘর্ষে আহত হয়ে মৃত্যু হয় লালগোলা থানার জোতভিকুন এলাকার বাসিন্দা সাকমাল সেখের। মৃতের পরিবারের দাবি, অন্যপক্ষের ইঁটের আঘাতে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এদিন রণক্ষেত্রর চেহারা নেয় এলাকা। পরে লালগোলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ Lalbagh Tree Plantation: আমানিগঞ্জে লাগানো হয়েছে আড়াই হাজার চারাগাছ

Lalgola News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা নিয়ে বিবাদ ছিল দুই পরিবারের। এদিন সকালে ফের বসচা বাঁধে। ক্রমশ তা চরম আকার ধারণ ঘরে। শুরু হয় হাতাহাতি, ইঁট বৃষ্টি। সেই সময় উলটো দিক থেকে ছোঁড়া ইঁট এসে লাগে ওই  বৃদ্ধের বুকে । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  তড়িঘড়ি ওই বৃদ্ধকে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে  পৌঁছানোর আগেই রাস্তাতেই মৃত্যু হয় বৃদ্ধের।  লালগোলা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে  পক্রিয়া পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ Samsherganj Shootout: সামশেরগঞ্জে তৃণমূল কর্মীকে গুলি

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now