Lalgola Civic Volunteer প্রায় ১০০ ঘণ্টা পার। লালগোলায় পদ্মায় Padma River তলিয়ে যাওয়া সিভিক ভলান্টিয়ারের Civic Volunteer দেহ পাওয়া গেল না এখনও। দেহের খোঁজে চলছে তল্লাশি। শুক্রবার সকাল থেকেও তারানগরে স্পিড নামিয়ে তল্লাশিতে এনডিআরএফ। গত সোমবার সন্ধ্যায় ভয়ঙ্কর পদ্মা ভাঙ্গন শুরু হয় লালগোলার তারানগরে। সেখানেই নদী পাড়ে ডিউটি করছিলেন লালগোলা থানার সিভিক ভলান্টিয়ার আশিকুল ইসলাম।
Lalgola Civic Volunteer পদ্মার পাড় হঠাতই ধ্বসে পরে মাটি। আর তাতেই নদীতে তলিয়ে যান ওই সিভিক ভলান্টিয়ার। তার সাথে বেশ কয়েকজন পদ্মায় পরে গেলেও তারা কোন রকমে পাড়ে উঠে আসলেও তলিয়ে যান আশিকুল ইসলাম। উঠে আসতে পারেন নি তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মায় তল্লাশি শুরু করে এনডিআরএফ-এর দল । তবে নিখোঁজ সিভিকের দেহের এখনও কোন খোঁজ মেলেনি। শুক্রবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করেছে এনডিআরএফ এর টিম।
Lalgola Civic Volunteer স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল আলম বলেন,” এই ঘটনায় সকলেই উব্দিগ্ন। আমরা চাইবো সরকার ওই সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে দাঁড়াক”।