এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir: ফের বেলাগাম হুমায়ুন। মেডিক্যাল কলেজ ঘেরাওয়ের হুঁশিয়ারি

Published on: September 28, 2024
Humayun Kabir

Humayun Kabir ফের ভরতপুরের  তৃণমূল বিধায়ক Bharatpur MLA  হুমায়ুন কবিরের টার্গেটে আন্দোলনরত চিকিৎসকরা। আগেই হুমায়ুনের বক্তব্যের বিরুদ্ধে পুলিশ, প্রশাসনের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকদের সংগঠন আইএমএIndian Medical Association – র বহরমপুর শাখা। হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় দায়ের হয় এফআইআরও। এতেই বেজায় চটেছেন তৃণমূল বিধায়ক।

 

 

Humayun Kabir: Doctors complain against Humayun হুমায়ুনের বিরুদ্ধে FIR -এর দাবি চিকিৎসকদের

Humayun Kabir মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। হুমায়ুনের পাল্টা চ্যালেঞ্জ, “যতো মহামিছিল করবে। এরা যদি এক হাজার লোকের মিছিল করে  আমি তার পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো। ওদের মেডিক্যালে ঘিরে রেখে দেবো। হিম্মত থাকে তো আমার সঙ্গে লড়বে”।  তৃণমূল বিধায়ক আরও বলেন, “ এই সব ডাক্তার ! এই সব ডাক্তারকে ঘরে ঢোকাতে আমার দু’মিনিট লাগে”। হুমায়ুন বলেন, এই কাজ করতে যদি মুখ্যমন্ত্রী তাঁকে নিষেধ করে তাও নেত্রীর কথা শুনবেন না তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now