এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Housewife শাশুড়ির কীর্তি জানাই হল কাল !

Published on: July 9, 2024
Hariharpara Housewife

Hariharpara Housewife মুর্শিদাবাদের Murshidabad  হরিহরপাড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু ।   হরিহরপাড়ার Hariharpara  প্রদীপডাঙা এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় এসমাতারা বিবির দেহ  । বধূর  শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। মৃতার পরিবারের  দাবি শাশুড়ির  পরকীয়া জেনে ফেলেছিলেন ওই গৃহবধূ। তাই  মারধর করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।  জানা গিয়েছে এসমাতারা বিবির বছর দুয়েক আগে প্রদীপডাঙায় সাজীব সেখের সাথে বিয়ে হয় । কিছুদিন আগে থেকেই বধূকে নির্যাতন করা হতো বলে অভিযোগ । বধূর বাবা মন্টু সেখের  দাবি,  শাশুড়ি পরকীয়ায় লিপ্ত। সেকথা জানতে পারাতেই মেয়েকে খুন করা হয়েছে। তিনি জানান, ” বলা হয় গলায় দড়ি দিয়েছে। পুলিশ দেহ নিয়ে যায়। দেহ দেখে আমাদের মনে হচ্ছে মেয়েকে মেরে ফেলা হয়েছে। জামাই, শাশুড়ি , পরিবারের বাকিরা মিলে এই কান্ড ঘটিয়েছে  “। অপরাধীদের শাস্তির দাবি করেছেন তিনি। মন্টু সেখের দাবি, শাশুড়ির কীর্তি ফাঁস হয়ে যাবে বলেই মেয়েকে মেরে ফেলা হয়েছে।

এসমাতারা বিবির মা পারুলা বিবি বলেছেন, শাশুড়ির সঙ্গে অন্য লোকের সম্পর্ক আছে। সেটা মেয়েও বলেছিল। মেয়েকেরা আমার বাড়িতে রেখে গিয়েছিল। শনিবার মেয়েকে জামাই ডেকে আনে।  Hariharpara Housewife সোমবার সন্ধ্যায় পরিবারকে বলা হয় এসমাতারা বিবি আত্মঘাতী হয়েছে। বহড়ান হাসপাতালে মেয়েকে দেখতে গেলে স্বামী , শাশুড়ি সহ শ্বশুর বাড়ির সদস্যরা পালিয়ে যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য পাঠায়। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now