এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Hariharpara Accident হরিহরপাড়ায় পরপর বাইক দুর্ঘটনায় আহত ৪

Published on: August 22, 2024
Hariharpara Accident

Hariharpara Accident  হরিহরপাড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় আহত হলেন চার বাইক আরোহী এর মধ্যে তিনজনের অবস্থায় গুরুতর। জানা গিয়েছে বুধবার গভীর রাতে হরিহরপাড়া হাট সংলগ্ন এলাকায় দ্রুত গতির বাইক ধাক্কা মারলে আহত হন দুই বাইক আরোহী। তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে অসুস্থ বন্ধুকে দেখতে আসার পথে দুর্ঘটনায় গুরুতর আহত দুই বন্ধু,।

জানা গিয়েছে হরিহরপাড়া থানার (Hariharpara) ডাঙ্গাপাড়া সর্বাঙ্গপুর এলাকার বাসিন্দা সরফরাজ আনসারী ও সম্রাট আনসারী বাইকে করে হাসপাতাল আসছিল। হাসপাতাল থেকে কিছুটা দুরে বাইকের সাথে ছোট চার চাকা গাড়ির ধাক্কা লাগে। এতেই গুরুতর আহত হয় দুজনই।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্সিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্য সড়কের পাশে সারি দিয়ে লরি দাঁড়িয়ে থাকে কোথাও কোথাও রাস্তায় পাশে বালি পাথর থাকাতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now