Domkal Case সাত সকালে মিস্ত্রিরা বাড়ির বাইরে কাজ শুরু করেছিলেন। গেটের পাশ থেকে জিনিসপত্র সরাচ্ছিলেন মিস্ত্রিরা। সেই সময় মিস্ত্রিরা আঁতকে ওঠেন। দেখেন, রাখা আছে বোমা।সাত সকালে বাড়ির গেটের সামনে বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ডোমকলের Domkal বাজিতপুর Bajitpur মালিথ্যাপাড়া এলাকায় । শুক্রবার সকালে মালিথ্যাপারা এলাকায় রফিকুল সেখের বাড়ির গেটের সামনে একটি সকেট বোমা দেখতে পান মিস্ত্রিরা । বোমা উদ্ধারে আতঙ্কিত পরিবারের সদস্যরা। গৃহকর্তার দাবি কেউ প্রাণে মারতেই বোমা রেখে গিয়েছে।
Domkal Case – ডোমকলের আরও খবর- Domkal Jute Farmers: বৃষ্টি হলেও মাথায় হাত ডোমকলের পাট চাষিদের
Domkal Case রাতের অন্ধকারে বোমা রাখা হয়েছে বলে দাবি ওই পরিবারের সদস্যদের। গৃহকর্ত্রী রোকেয়া খাতুন বিবি বলেন, “ আমরা তো ভয়ে আছি। এই জিনিস কোনদিন দেখি নি। কে রেখে গেল বুঝতে পারছি না”। বাড়ির মালিক রফিকুল সেখ বলেন, “ পুলিশকে খবর দিয়েছি। রোজ এখান থেকে মিস্ত্রিরা জিনিস নিয়ে যায়। তাঁরাই বোমা দেখতে পায়। আমাকে ফাঁসানোর জন্যই বোমা রাখা হয়েছে”। এদিন বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। কে বা কারা বোমা রেখেছে তা খ তিয়ে দেখছে পুলিশ।