মধ্যবঙ্গ নিউজঃ রাস্তায় পাশে নয়ানজুলিতে পড়ে তিন যুবকের দেহ। শনিবার সাতসকালে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গী রাজ্য সড়কের উপর ডোমকল থানার মেহেদি পাড়ার মোড় সংলগ্ন এলাকায় শিউড়ে ওঠার মতো দৃশ্য। দেখা যায় নজায়জুলিতে তিন যুবকদের দেহ, পাশেই পড়ে একটি বাইক। দুর্ঘটনায় দুমরে মুচড়ে গিয়েছে ওই মোটর বাইক। প্রাথমভিকভাবে স্থানীয়দের ধারণা, ভোরে বা মাঝরাতেই খেজুর গাছে ধাক্কা মারে মোটর বাইক। সেই সময়ই নয়ানজুলিতে পড়েন ওই তিন যুবক। ঘটনাস্থলেই হয় মৃত্যু। মৃতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এদিন সকালে মর্নিং ওয়াকে গিয়ে স্থানীয়রা দেখতে পান, নয়ানজুলিতে পড়ে রয়েছে তিন যুবকদের দেহ । ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মৃত্যু ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে তিন যুবকের মরদেহ । ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর তিন যুবকের নাম রাজীব মন্ডল, শরিফুল সেখ ও সেন্টু মন্ডল। তিনজনেরই বাড়ি জলঙ্গী থানার ঝাউদিয়া গ্রামে ।