এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Doctor Jailed বহরমপুরের চিকিৎসক কেন গেলেন জেলে ? মহিলার অভিযোগ কী ?

Published on: December 26, 2024
Doctor Jailed

Doctor Jailed বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বহরমপুর সিজেএম কোর্টের নির্দেশে হয় জেল হেফাজত । এদিন ঐ চিকিৎসক কোর্টে এসে আত্মসমর্পণ করেছিলেন।

Doctor Jailed  কিন্তু কী অভিযোগ ?

এক মহিলা ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের Murshidabad Medical College Hospital ওই  চিকিৎসকের বিরুদ্ধে।  ৯ ই ডিসেম্বর বহরমপুর থানায় Berhampore Police Station অভিযোগ দায়ের হয় এই ঘটনায়। রুজু হয় এফআইআর। গত ১১ ই ডিসেম্বর ওই মহিলার শারীরিক পরীক্ষা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরের দিন অর্থাৎ ১২ ই ডিসেম্বর সিজেএম কোর্টে গোপন জবানবন্দী দেন ওই মহিলা।

Doctor Jailed   অভিযোগ ছিল, গত ৮ ই অক্টোবর ওই যুবতীকে বহরমপুরের বাড়িতে ডেকে পাঠান তিনি। এরপর তাঁকে ডিনারে নিয়ে গিয়ে গিয়ে খাওয়ানো হয় মাদক মেশানো পানীয়। অচৈতন্য হয়ে গেলে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ২ রা ডিসেম্বর বহরমপুরের একটি হোটেলে ডেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

অভিযোগ, শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। ঘটনার প্রায় মাস দুয়েক পর বহরমপুর থানার দারস্থ হন কলকাতার বাসিন্দা ওই যুবতী। ঘটনার পর থেকে ওই চিকিৎসক গা ঢাকা দেন।  অবশেষে এদিন বহরমপুরে আত্মসমর্পণ করার পর জেল হেফাজতের  নির্দেশ আদালতের।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now