Buddhadeb Bhattacharjee তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র । ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। সামলেছেন তথ্য সংস্কৃতি দপ্তর। সংস্কৃতির সঙ্গে ছিল তাঁর গভীর যোগাযোগ। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের করা নাটকেও যুগিয়েছেন সাহস। মানুষের মুক্তির প্রতি ছিল তাঁর আস্থা। ২০০৭ সালের ১৭ মে দেখতে গিয়েছিলেন বন্দীদের করা “তাসের দেশ” নাটক।
জেল থেকে সংশোধনাগার। শুধু নাম বদল নয়। বদল হোক চিন্তারও। সেদিন বলেছিলেন তিনি। নাটকের এই প্রচেষ্টা পরে নজর কেড়েছে সবার। সেদিনের মুখ্যমন্ত্রীর কথা বলতে গিয়ে আবেহে কন্ঠরুদ্ধ হয়ে আসছে বন্দীদের নাটকের কারিগর প্রদীপ ভট্টাচার্যেরও।