মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এবছর পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরষ্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা, পরিচালক প্রদীপ ভট্টাচার্য। বহরমপুরে রেপার্টরি থিয়েটারের প্রদীপ ভট্টাচার্য নাট্যজগতে জেলায় কাজের সুবাদে যে অবদান রেখেছেন, সেজন্য তাঁকে জীবনকৃতি সম্মান প্রাপক হিসেবে মনোনীত করেছে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি। ২৫ জুন শিশির মঞ্চে নাট্য আকাদেমি পুরষ্কার প্রদানের অনুষ্ঠান হবে। সেখানেই প্রদীপ ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হবে পুরষ্কার।
রাজ্যের থিয়েটার চর্চায় অত্যন্ত পরিচিত নাম প্রদীপ ভট্টাচার্য।মঞ্চে থেকে স্ক্রিনে অভিনয় দক্ষতা ও সাধারণ জীবন যাপনের জন্য নিজের শহর বহরমপুরেও জনপ্রিয় এই অভিনেতা। আটের দশকে প্রদীপ ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘দংশন’ সকলকে মুগ্ধ করে। সেই থেকেই বারেবারে চেনা ছকের বাইরে বেরিয়ে চমক দিয়েছেন এই নির্দেশক, অভিনেতা। জেলবন্দীদের নিয়েও মঞ্চস্থ করেছেন নাটক। সম্প্রতি অভিনয় করেছেন একাধিক সিনেমায়।