Berhampore Library ২৪ ঘন্টা সবার জন্য খোলা বহরমপুরের এই লাইব্রেরি কোথায় ?

Published By: Imagine Desk | Published On:

Berhampore Library ছোট্ট একটা লাইব্রেরি। রাস্তার উপরেই। পাশেই চায়ের দোকান, আর  তার পাশেই ব্যারাক স্কোয়ার। বহরমপুরে ব্যারাক স্কোয়ারের Barrack Square পাশে চৌতারায় শুরু হল এই স্ট্রিট লাইব্রেরি। সকাল থেকে সন্ধ্যা বহরমপুরের চৌতারায় হাজার হাজার মানুষের আনাগোনা চলে। এখানেই বসে গল্প করেন প্রাতঃভ্রমণকারীরা। এখানেই জিরিয়ে নেন গ্রাম থেকে শহরে আসা মানুষ। সেই চৌতারায় এবার বই পড়ার সুযোগ পেয়ে আনন্দিত বই রসিকেরাও।

Berhampore Library এই লাইব্রেরির অন্যতম উদ্যোক্তা অর্ধেন্দু বিশ্বাস পেশায় শিক্ষক হলেও নিজেকে পরিবেশকর্মী হিসেবেই পরিচয় দেন। নিজের গ্রামে গড়ে তুলেছেন বিবেক পাঠাগার। সেখানে রয়েছে বই আর গাছের সহাবস্থান। তার অংশ হিসেবেই জেলার অন্যত্রও রাস্তার মোড়ে, আড্ডার জায়গায় তৈরি করছেন এই স্ট্রিট লাইব্রেরি ।

Berhampore Library বহরমপুরের চৌতারায় এক টুকরো এই লাইব্রেরিতে রয়েছে ৩০ টি বই। থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে  তেৎসুকো কুরোয়ানাগির Tetsuko Kuroyanagi লেখা বই। শিশুদের পড়ার জন্য রয়েছে  তোত্তচানের মতো  বই। আবার একই সঙ্গে রয়েছে জীবনানন্দ দাশের কবিতার বই। উদ্যোক্তারা জানাচ্ছেন, এই লাইব্রেরি চব্বিশ ঘন্টাই খোলা থাকবে। যে কেউ এসে বই পড়তে পারেন। দিতে হবে না কোন চাঁদাও।