Palm Tree plantation জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, বাবুই পাখির বাসা ফিরিয়ে দেওয়া এবং বজ্রপাত প্রতিরোধের উদ্দেশ্যে বেলডাঙগা থানার অন্তর্গত পুলিন্দা থেকে নওপাড়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দুপাশে তালবীজ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হলো। মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন এবং ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র Dhaanyaganga’ Krishi Vigyan Kendra, সারগাছি রামকৃষ্ণ মিশনের Ramakrishna Mission Ashrama Sargachi যৌথ উদ্যোগে এই তাল বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার । মোট তিন হাজার তালবীজ রোপণের লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও তীব্র দাবদাহের কারণে দেড় হাজার তালবীজ রোপণ করা হয়। উপস্থিতি ছিলেন ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের জুনিয়র বিঞ্জানী সম্রাট অধিকারী, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের কোঅর্ডিনেটর অমিত পান্ডে , এলাকার বিশিষ্ট লোকজন এবং স্কুল কলেজের ৫০এর অধিক স্বেচ্ছাসেবক।
Palm Tree plantation কীভাবে চলেছে প্রস্তুতি ?
Palm Tree plantation তাল নবমীর পর থেকে তালবীজ সংগ্রহ করে রাখা হয় এবং মাঠের বিভিন্ন জায়গায় থেকে প্রথমে ভালো জাতের তাল বীজ সংগ্রহ করা রাখা হয় এবং সেগুলো মোটামুটি দশ ফুট অন্তর রোপণ করা হয়। তাল দেশীয় গাছ যাকে মহাত্মা গান্ধী জীবন বৃক্ষ বলেছিলেন। সেই গাছ এবং তাল কেন্দ্রীক খাবার,জীবিকা এবং সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। বাবুই পাখির বাসা এখন প্রায় অমিল। সেই সাথে এই তিন কিলোমিটার রাস্তার দুপাশে তেমন বড়ো গাছ না থাকায় বাজ পড়ে কৃষকের প্রাণ হানি হতে পারে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই তাল বীজ রোপণ করে তিন কিলোমিটার তাল সরণী তৈরির পরিকল্পনা নিয়েছেন পরিবেশ কর্মী অর্ধেন্দু বিশ্বাস যার জীবনের লক্ষ্য জীবদ্দশায় অন্তত এ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া।