Berhampore School Puja আগে কান পাতলেই শোনা যেত পাখিদের কিচিরমিচির। চোখ জুড়িয়ে যেত শৈল্পিক বাসার কারিগর বাবুই পাখির বাসা দেখে । কিন্তু আজ হারিয়েছে সে সব। কমেছে সারিবদ্ধ গাছের সংখ্যা। বাসা হারিয়েছে পাখির দল। চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। অপরিকল্পিত নগরায়ন, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব আজ বিশ্ব জুড়ে।
Berhampore School Puja পরিবেশ বাঁচানোর অঙ্গীকারে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সরস্বতী পুজোর থিমে। সেখানেই ফিরেছে বাবুই পাখির বাসা। পরিবেশ বাঁচাতে ছবি, আঁকায় উঠে এসেছে বিষ্ণোই আন্দোলন থেকে চিপকো আন্দোলন, পন্ডিচেরির প্লাস্টিক বিরোধী আন্দোলন থেকে কেরালার নীরব উপত্যকা আন্দোলনের কথা। পরিবেশ ও বাস্তুতন্ত্রকে বাঁচাতে অভিনব পরিবেশ বান্ধব থিম বহরমপুরের জে এন একাডেমি স্কুলের সরস্বতী পুজোয়।
Berhampore School Puja থিম নিয়ে কী বললেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক?
Berhampore School Puja সহকারী প্রধান শিক্ষক কল্যাণ কুমার ঘোষ জানান, ” সমস্যার অন্যতম কারণ হচ্ছে পরিবেশ থেকে গাছ হারিয়ে যাওয়া। নানা কারণে লোভ, লাভের কথা মাথায় রেখে বৃক্ষ ছেদন আজ সর্বব্যাপী। সেই বৃক্ষ ছেদনের সূত্র ধরেই হারিয়ে গেছে অনেক কিছু। হারিয়ে গেছে পাখির বাসস্থান। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় যে পরিবেশ আন্দোলন চলছে, সেই আন্দোলনকে তুলে ধরা হয়েছে। একটা গাছ তারও যে প্রাণ আছে! সেও যে আর্তস্বরে চিৎকার করে সেটাই প্রতীকী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাখির বাসাও তুলে আনা হয়েছে ছাত্রদের কাজের মাধ্যমে। ”
থিমের সাথে সামঞ্জস্য প্রতিমাতেও। চারদিকে সবুজের সমাহার। একদিকে গাছ কাঁটার কুফল, অন্যদিকে সবুজায়নের গুরুত্ব বোঝানো হয়েছে। পুজো প্রাঙ্গণে পাখিদের কলরব মন ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের। পরিবেশ বান্ধব থিম দেখে সাধুবাদ জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষকে। থিমের ভাবনা মন কেড়েছে আট থেকে আশির।