এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Chowdhury কে ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা !

Published on: February 28, 2024
Adhir Ranjan Chowdhury, Nashipur Rail Bridge

মুর্শিদাবাদে বিজেপি’র নেতা কর্মীদের  বিক্ষোভের মুখে অধীর চৌধুরী ( Adhir Chowdhury) । অধীর চৌধুরীকে দেখানো হল কালো পতাকা। অধীরের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হল  নশীপুর রেল ব্রিজে। অধীর নশীপুর রেল ব্রিজে ( Nashipur Rail Bridge ) ওঠার আগেই কাল পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

পিএসি কমিটির চেয়ারপার্সন  অধীর চৌধুরী ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদাহর ডিআরএম’কে সাথে নিয়ে শুরু করেছে স্টেশন পরিদর্শন। বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ স্টেশন পরিদর্শনের পর তারা পৌঁছান নশীপুর রেল ব্রিজে। সেখানেই অধীর চৌধুরীকে কালো পতাকা দেখানো হয়। অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন ডিআরএম শিয়ালদহ দীপক নিগম, ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর ।

আরও পড়ুনঃ Nashipur Rail Bridge: নশীপুর রেল সেতুর শেষ মুহুর্তের কাজ, তাই বাতিল বহু ট্রেন

বিক্ষোভের মুখে পালটা অধীরের নামে স্লোগান দেন কংগ্রেসের নেতা কর্মীরা। বিজেপির নেতা, কর্মীদের দাবি,  এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে রেল ব্রিজ, তার আগে ফুটেজ খাওয়ার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এখানে এসেছেন।  রেল ব্রিজে চালু হলে সেটা  স্থানীয় বিজেপি বিধায়কের গৌরী শঙ্কর ঘোষের কৃতিত্ব বলেও দাবি ওই বিজেপি নেতাকর্মীদের। যদিও অধীর চৌধুরী এই বিক্ষোভকে আমল দিতে নারাজ।

আরও পড়ুনঃ Lok Sabha Election:  লোকসভায় মুর্শিদাবাদে কোন আসনে লড়বে কে ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now