ফারাক্কার রাঁধুনি মাসির অঙ্ক শেখানোর কৌশলে মুগ্ধ নেটদুনিয়া Farakka Math Class Viral Video

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল ফারাক্কার নয়ন সুখ শ্রীমন্ত পাল প্রাথমিক বিদ্যালয় , শিক্ষক ক্লাসও নিচ্ছিলেন। তবে এর মাঝেই ঘটলো ব্যতিক্রমী ঘটনা, ওই স্কুলেরই ‘রাঁধুনি মাসি’ আজ হয়ে উঠলেন চতুর্থ শ্রেণীর অংকের শিক্ষিকা। বেশ কিছুক্ষণ পড়ালেন পড়ুয়াদেরও । ওই স্কুলেরই শিক্ষক পরেশ দাস কিছু ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করতেই দ্রুত গতিতে ভাইরাল হল সেই ভিডিও । যদিও মধ্যবঙ্গ নিউজ সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে একজন স্কুলের রাঁধুনির এইভাবে অংক শেখানোর কৌশল দেখে অবাক স্কুলের শিক্ষক থেকে নেটিজনেরা। ভিডিও আপলোডকারী পরেশ দাস নিজেই লিখেছেন, “আমি পাশে দাঁড়িয়ে লক্ষ্য করছিলাম উনার অসাধারণ প্রতিভা । বয়সের ভারে নুজ্জ্ব হলেও তাঁর অসাধারণ কলা কৌঁসুলির মধ্যে দিয়ে অসাধারণ ভাবে ছাত্র ছাত্রীদের অঙ্ক, গান, কবিতার মধ্যে দিয়ে সবাইকে আনন্দ দিয়ে গেলেন।”

ভিডিওতে স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে প্রবীণ বিশাখা পাল কত সুন্দরভাবে ছাত্র-ছাত্রীদেরকে হাতে ধরে অংক শেখাচ্ছেন। আর পাশাপাশি গান গেয়ে গেয়ে ছাত্র-ছাত্রীদেরকে আনন্দও দিচ্ছিলেন সাময়িকভাবে। বৃদ্ধার শিক্ষাদানের এমন প্রতিভা দেখে মুগ্ধ সকলেই। নেটিজনদের অনেকেই ওই পোস্টেই কমেন্ট করেছেন, “Cooked mid day meal এর মাসির অসাধারণ প্রতিভা দেখে আমি খুব আনন্দিত,তার দীর্ঘায়ু কামনা করি।” আবার কেউবা কমেন্ট করেছেন, “ উনি যথেষ্ট শিক্ষিত, উনি পড়াশোনা বিষয়টা জানেন”। আবার অনেকেই বলছেন, “প্রত্যেকটা স্কুলে এইভাবে গল্পের মাধ্যমে খেলার ছলে শিক্ষা প্রদান করলে ছাত্র-ছাত্রীরা সহজেই শিখতে পারবে এবং মনে রাখতে পারবে। ”