এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

পথ নিরাপত্তায় পথে প্রশাসকেরা বহরমপুর শহরে

Published on: January 15, 2018

            প্রিয়ঙ্কা দেব বিশ্বাস : ১৫ই জানুয়ারী –  সাবধানে চালাও জীবন বাঁচাও, এই বার্তা দিতেই মোটরবাইক র‍্যালির আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে। সোমবার বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র‍্যালি। মোটরবাইক র‍্যালিতে পথ নিরাপত্তার বার্তা দিলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারাও। পথ নিরাপত্তা মেনে, হেলমেট ব্যবহার করে নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও সুরক্ষিত রাখুন। এই বার্তা দিয়ে সাধারন মানুষকে সজাগ করতে ২৯ তম পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন চলছে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে। ১১ ই জানুয়ারি থেকে ১৭ ই জানুয়ারি পর্যন্ত জেলার প্রতিটি থানার উদ্যোগে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন। সোমবার পথ নিরাপত্তা সপ্তাহের পঞ্চম দিনে বহরমপুরে জেলা পুলিশের উদ্যোগে বাইক র‍্যালির আয়োজন করা হয়। বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র‍্যালি। বহরমপুর থানার পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক ড পি উলাগানাথন, বিশিষ্ট সমাজসেবী অরিত মজুমদার, নারুগোপাল মুখোপাধ্যায়, বহরমপুর পুরসভার ভাইস চেয়রম্যান জয়ন্ত প্রামানিক,জেলা পরিষদের সহকারী সভাধিপতি শাহানাজ বেগম   সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এই বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌছে দিতেই এই উদ্যোগ। পথ দুর্ঘটনার হাড় কমানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানালেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ।জেলা বাসীর জন্য সেফ ড্রাইভ সেভ লাইভ, এই বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, আগের তুলনায় মানুষ সচেতন হয়েছে, প্রত্যেকটি মানুষ সচেতন হোক, সুরক্ষিত থাকুক, এই উদ্দেশ নিয়েই জারি থাকবে এই অভিযানে অংশ নিয়ে  জানালেন জেলা শাসক ডঃ পি উলগানাথন।

 

 

 

 

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now