এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

৮০০ ছাত্রী, শিক্ষিকা কমে দাঁড়াবে ২ জনে ? সংকটে পাঁচথুপীর স্কুল

Published on: March 22, 2022

আছে স্কুল, আছে স্কুল ভরা ছাত্র-ছাত্রী, আছে স্কুল ভবন, কিন্তু অভাব শুধু স্থায়ী শিক্ষক শিক্ষিকার।  শিক্ষকের  অভাবে ঝুকছে স্কুল । নারী শিক্ষার প্রসারে গড়ে উঠেছিল বড়ঞার ব্লকের অন্তর্গত পাঁচথুপি এসএসআরকেএস  গার্লস হাই স্কুল। এক সময় প্রায় ২০ জন শিক্ষিকা ছিল এই স্কুলে। বর্তমানে প্রায় ৮০০ জন ছাত্রী রয়েছে এই স্কুলে। একে একে শিক্ষিকারা চলে গিয়েছেন অনেকেই। বর্তমানে স্কুলে রয়েছেন ৪ জন সহকারি শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা। এখনও তার মধ্যে আরও ৩ জন শিক্ষিকা অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। ৩ শিক্ষিকা বদলির অনুমতি পেলে স্কুলে থাকবেন একজন  শিক্ষিকা ও একজন প্রধানশিক্ষিকা।

এই ভাবে একের পর এক শিক্ষিকা বদলি  চলে গেলে আগামী দিনে কিভাবে চলবে স্কুল তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় । স্কুল রক্ষার দাবিতে   এবং নতুন শিক্ষিকা নিয়োগের দাবিতে সোমবার  প্রধান শিক্ষিকার কাছে স্মারকলিপি প্রদান করে  পাঁচথুপি নাগরিক মঞ্চ।

যদিও এনিয়ে প্রধান শিক্ষিকা রানু ঘোষ,  জানান তিনি এই  বিষয়ে মৌখিক ভাবে উচ্চতর কতৃপক্ষকে জানিয়েছেন ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now