এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বড়ঞায় BJP নেতাদের নামে এফআইআর , জীবন সাহার পুকুর অভিযান ঘিরে অভিযোগ

Published on: April 21, 2023

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ   বড়ঞায় বিজেপি’র পুকুর অভিযান ঘিরে এবার দায়ের এফআইআর । বৃহস্পতিবার বড়ঞার বিধায়ক  জীবন কৃষ্ণ সাহার পুকুর যাওয়ার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলা বিজেপি নেতারা। বাধা দেয় পুলিশ। দফায় দফায় পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন  বিজেপি নেতারা। বৃহস্পতিবারের ঘটনায় বড়ঞা থানায় দায়ের হয়েছে এফআইআর। এফআইআর-এ নাম আছে বিজেপি-র মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার সহ স্থানীয় বিজেপি নেতাদের। আইপিসি’র 151, 186, 188, 336, 353, 332, 447, 354, 506 ও 34  ধারায় দায়ের হয়েছে মামলা। এফআইআর করা হয়েছে 18 Highways Act –এও। 332 ধারায় সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।  রয়েছে  ৩৫৪ ধারায় নারীর   শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমনের অভিযোগ । এফআই আর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুকুর অভিযানে ব্যর্থ হয়ে  বৃহস্পতিবার বড়ঞা থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি।

বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিধায়কের বাড়ি লাগোয়া পুকুর ঘিরে টানা চলেছে সিবিআই তল্লাশি।  সিবিআই জিজ্ঞাসাবাদের সময় এই পুকুরেই মোবাইল ছুঁরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা । সেই পুকুর দেখতে গিয়েই দফায় দফায় বাধার  মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতিতে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে   জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। যদিও পুকুর অবধি পৌঁছাতে পারে নি বিজেপি নেতারা। এফআইআর দায়ের হওয়ায় ক্ষোভ বেড়েছে পদ্ম শিবিরে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now