এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জিয়াগঞ্জে সরে দাঁড়ালেন শঙ্কর সহ বেশ কয়েকজন BJP প্রার্থী, তালিকা নিয়ে অসন্তোষ BJP Candidates Refuesd to Fight

Published on: February 9, 2022

জিয়াগঞ্জে প্রার্থী নিয়ে অসন্তোষ পদ্ম শিবিরে।  পৌরসভা ভোট থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন চেয়ারম্যান  শঙ্কর মন্ডল সহ  জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বেশ কয়েকজন  বিজেপি প্রার্থী । শঙ্কর মণ্ডলের দাবি, তিনি সহ প্রায় ৯  জন প্রার্থী ভোটে লড়বেন না   মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থীরা জানান, ভোট লড়ছেন না তারা। ঘটনায় চরম অস্বস্তি গেরুয়া শিবিরে। ৭ ফেব্রুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ১৭ টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। প্রার্থী তালিকায় নাম ছিল বিজেপি নেতা শংকর মন্ডলেরও।

বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারভ সরকার অবশ্য বলেছেন, কেউ ব্যক্তিগত মন্তব্য করতেই পারেন।  কেউ না লড়লে বিকল্প প্রার্থী দলের আছে। দলের প্রার্থী নির্বাচন নিয়ে গঠিত হয়েছিল কমিটি , সেই কমিটিতে ছিলেন শংকরও । তবে  শঙ্কর মন্ডলের দাবি করেছেন , ” বোর্ড গঠন করার জন্য লড়তে চেয়েছিলাম আমরা। সেই মতো প্রার্থী তালিকা পাঠিয়েছিলাম। কিন্তু সেই তালিকায় কাটছাঁট করা হয়েছে। বোর্ড গড়ার  মতো প্রার্থী দেয়নি দল” ।    শেষ মুহুর্তে প্রার্থী তালিকা বদলের প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now