এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

গান্ধীর পাশে কাস্তে হাতুড়ি, বেলডাঙ্গায় যৌথ ডেপুটেশনে বাম, কংগ্রেস

Published on: January 11, 2023

রামচন্দ্র বিশ্বাসঃ আবাস অভিযোগে এবার ঐক্যবদ্ধ বাম, কংগ্রেস। সেই ছবিই উঠে এল মুর্শিদাবাদের
বেলডাঙ্গা ১ ব্লকের চৈতন্যপুর ১ গ্রাম পঞ্চায়েতে । এদিন সিপিআই(এম) এবং কংগ্রেসের উদ্যোগে যৌথ ভাবে ডেপুটেশন দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। আবাস দুর্নীতি সহ একাধিক অভিযোগে সরব হন দুই দলের নেতাকর্মীরা। ছিলেন বেলডাঙ্গার প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক সফিউজ্জামান, সিপিআই(এম) নেতা সাফিকুর রহমান। নেতাদের দাবি, ভবিষ্যৎএ আরো ঐক্যবদ্ধ কর্মসূচি হবে। প্রাক্তন বিধায়ক সফিজ্জামান জানান, এলাকায় সীমানহীন দুর্নীতি চলছে। তাই একত্রিত হয়েছে বাম, কংগ্রেস। আমরা মানুষকেও বলছি আমাদের সভা, সমাবেশে আসতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now