Yusuf Pathan সৌরভের সঙ্গে ফোনের পর নেট প্র্যাকটিসে ইউসুফ

Published By: Imagine Desk | Published On:

Yusuf Pathan  প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির Sourav Ganguly সাথে ফোনে কথা বলার পরপরই বহরমপুর স্টেডিয়ামে ব্যাট হাতে নেট প্র্যাকটিসে ইউসুফ পাঠান। শনিবার সন্ধ্যায় নেট প্র্যাকটিসে দেখা যায় বহরমপুরের সাংসদ তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তাঁর আগে এদিন বিকেলে যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় খেলা হবে দিবসের অনুষ্ঠানে যোগ দেন বহরমপুরের সাংসদ। এদিন বহরমপুর স্টেডিয়ামে বসেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে ফোনে কথা বলেন ইউসুফ পাঠান। কী ভাবে মুর্শিদাবাদ জেলায় ক্রিকেট সহ অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করা যায় তা নিয়ে কথা বলেন।

Yusuf Pathan বহরমপুরের সাংসদের পাশাপাশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জীও NARU GOPAL MUKHERJEE ফোনে সৌরভ গাঙ্গুলির সাথে কথা বলেন। নাড়ুগোপাল মুখার্জী ফোনে জানান, তিনিও সৌরভ গাঙ্গুলীর ফ্যান। শহরে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে চান সৌরভের উপদেশও ।

Yusuf Pathan শনিবার  খেলা হবে দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে নিজেই ব্যাট হাতে নেট প্র্যাকটিসে নেমে পড়েন ইউসুফ পাঠান। গত বছর ১৭ অক্টোবর বহরমপুর স্টেডিয়াম মাঠে জগমোহন ডালমিয়া ক্রিকেট সেন্টার ও আধুনিক বোলিং মেশিনের  উদ্বোধন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার বহরমপুরের সাংসদ তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান ও চেয়ারম্যানের সাথে সৌরভ গাঙ্গুলির ফোন আপাকে জেলার ক্রিকেটের উন্নতি নিয়ে আসায় বুক বাঁধছেন জেলার ক্রীড়া মহল।