Sourav Ganguly at Berhampore বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম যেন প্রাণবন্ত হয়ে উঠল। সকাল থেকেই স্টেডিয়াম চত্বরে সাজো সাজো রব। ওভার হেড গেট তৈরি, প্রস্তুত মাঠ। আসবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি Sourav Ganguly । উচ্ছ্বসিত ক্রীড়া মহল।
Sourav Ganguly at Berhampore এদিন একগুচ্ছ উদ্বোধন করবেন সৌরভ। এদিনের গালা ওপেনিং সেরিমনির প্রস্তুতি শুরু হয় সকাল থেকেই। বেলা বাড়তেই তোরজোড় বাড়ে। এদিন ক্রিকেট কোচিং ক্যাম্প ও বোলিং মেশিনের উদ্বোধন করবেন ক্রিকেটের মহারাজা।
Sourav Ganguly at Berhampore বহরমপুর স্টেডিয়াম ময়দানে জগমোহন ডালমিয়া ক্রিকেট কোচিং ক্যাম্প ও আধুনিক বোলিং মেশিং উদ্বোধন হতে চলায় উচ্ছ্বসিত ক্রীড়া প্রেমীরা। সিএবির Cricket Association of Bengal পরিচালনায় চলবে এই ক্রিকেট কোচিং সেন্টার। জেলার প্রতিভাবান ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে এই ক্রিকেট কোচিং ক্যাম্পে। উদ্বোধনের আগেই সকাল থেকেই সাজছে শহর বহরমপুর। মুর্শিদাবাদ ডিসট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডঃ অসিত কুমার মণ্ডল জানান, সৌরভ গাঙ্গুলির হাত ধরে প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হবে, এতেই সকলেই খুশি। জেলার ছাত্র ছাত্রীরা শেখার সুযোগ পাবে। সৌরভ গাঙ্গুলিকে স্বাগত জানাতে স্টেডিয়াম ময়দানে উপস্থিত খুদে ক্রিকেটার, জেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া প্রেমীরা।