নিজস্ব প্রতিবেদনঃ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে। সঙ্গে দমকা হাওয়া। হলুদ সতর্ক বার্তা দিল আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ (Murshidabad) ও বাঁকুড়া জেলার কিছু অংশের জন্য শুক্রবার সন্ধ্যায় হলুদ সর্তকতা দিল আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD) থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। আর আধ ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মধ্যেই হতে পারে এই বৃষ্টি। বাজ পড়ার সময় কাওকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। থাকতে বলা হয়েছে নিরাপদ স্থানে। চিন্তা বাড়ল কৃষকদের। মাঠে এখন পাকা ধান।
আরও পড়ুনঃ Cyclone Mantha: মুর্শিদাবাদে মন্থা কি আশীর্বাদ কৃষকদের কাছে?

Weather Murshidabad গতকাল বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা। সাইক্লোন মোন্থার প্রভাবে এই অকাল বৃষ্টি।










