Weather Report নিম্নচাপের জেরে শীতের অকাল বৃষ্টিতে মাথাত হাত মুর্শিদাবাদের Murshidabad সবজি চাষিদের। সপ্তাহের প্রথম দিনেই দুর্যোগপূর্ন আবহাওয়া Weather , আকাশের মুখ ভার। কালো মেঘে ঢাকা আকাশ, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টির জল যেন বিষ! সবজি চাষে ক্ষতির আশঙ্কায় হরিহরপাড়ার বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা। এই সময়ে জমিতে রয়েছে সর্ষে , মুসুর, আলু, লঙ্কা, পেঁয়াজ থেকে ফুলকপি, বাঁধাকপি। বৃষ্টির জলে সর্ষে ফুল মাটিতে শুয়ে পড়েছে। হরিহরপাড়ার এক সবজি চাষি মহম্মদ রজব আলি।
Weather Report কী বলছেন কৃষকরা ?
Weather Report দুর্যোগের মধ্যেও সোমবার সকালে আসেন মাঠে। বলেন” এই বৃষ্টিতে কোনভাবেই লাভ তো হবেই না বরং ক্ষতিই হবে। আগামী ক দিন যদি এরকমই বিক্ষিপ্ত বৃষ্টি হয় তাহলে সব শেষ!।”। সবুজ শাক সবজিতে ভরা বিঘার পর বিঘা জমি। চাষিরা ভেবেছিলেন, চাষবাস করে এই সবজিতেই লাভের মুখ দেখবেন। কিন্তু তাতেও রয়ে গেল সংশয়। সবজি চাষি নজরুল সেখ বলেন, ” চাষবাসে যা খরচ, ক্ষতি হলে দুরাবস্থার শেষ থাকবে না”। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এই বৃষ্টি বয়ে এনেছে বিপদ সঙ্কেত! কবে আবহাওয়ার পরিবর্তন হয়। কবে মেঘাচ্ছন্ন আকাশ সরে রোদের দেখা মেলে? সেই অপেক্ষায় সবজি চাষিরা।