শীতের সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাতল হরিহরপাড়ার পড়ুয়ারা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে মাঘের শুরুতে মেঘের মুখ ভার। দু-এক পশলা বৃষ্টি আমেজ বাড়িয়েছে শীতের। সেই আমেজে জেলার স্কুল কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশোনার পাশাপাশি  সাধারণত ছাত্র ছাত্রীদের শরীরচর্চার মধ্যে মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যেই স্কুল স্তরে এইধরণের ক্রীড়া প্রতিযোগিতা হয়। বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল মাঠে যেমন হয়ে গেল হরিহরপাড়া হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা।এদিন স্কুলের পড়ুয়ারা প্রায় ৫২টি বিভাগে অংশগ্রহণ করেছিল। এ বছর ছিল স্কুলের ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।  ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষকাদের জন্যও ছিল ক্রীড়া প্রতিযোগিতা। পড়য়াদের পাশাপাশি অভিভাবকদেরও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছিল উৎসাহ।