Vegetable market price hike Berhampore পুজোর আগে অগ্নিমূল্য সব্জির বাজার। বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। কাঁচা লঙ্কার ঝালে নয় দামেই চোখে জল আসছে আম জনতার। একলাফে কাঁচা লঙ্কা ৩০০ টাকা কেজি। পাল্লা দিয়ে বেড়েছে বেগুনের দামও। বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। শনিবার বহরমপুরের স্বর্ণময়ী বাজারে অন্যান্য সব্জির থেকে দামি লঙ্কা, বেগুন। উৎসবের আগে বাজারে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের।
প্রায় সপ্তাহ দুয়েক ধরে একদিকে বৃষ্টি অন্যদিকে বন্যায় ক্ষতির মুখে জেলার সব্জি গাছ। তার সাথে বাজারে পাল্লা দিয়ে বেড়েছে সব্জির দামও। সবজি ব্যবসায়ী ইনামুল সেখ বলেন, ‘ ২০০০ সালের বন্যার পরেও এত দাম বাড়ে নি! এই প্রথম এত দাম বেড়েছে লঙ্কা, বেগুনের। খদ্দের আসছে কিন্তু দাম শুনে পরিমাণে কম কিনছেন। ‘ আকাশছোঁয়া দামে কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ী সমর মণ্ডলের। বলেন, ‘ শনিবারের বাজারে এত দাম বাড়ল! বিক্রি কম হওয়ায় ক্ষতি চরম’।বাজারে গিয়ে লঙ্কা থেকে বেগুন কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। যদিও চাহিদা মেটাতে পরিমাণে কাট ছাট করেই কিনছেন কেউ কেউ। ক্রেতা সীমন্ত গুই বলেন, ‘ সমস্যার শেষ নেই। পুজোর সময় খরচ বেশী, তাঁর অপর আকাশছোঁয়া দাম।’
উৎসবের মরশুমে সব্জির বাজার চড়া হওয়ায় মধ্যবিত্তের পকেটে টান। পুজোর মরশুমে সব্জির দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি ভাবে কোন ব্যবস্থা নেওয়া হয় কিনা, সেইদিকেই তাকিয়ে ক্রেতা, বিক্রেতা উভয়ে।