নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা ঝড়ের বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান জেলা সাংবাদিক সংঘে। মুর্শিদাবাদ জেলায় সাপ্তাহিক সংবাদ পত্র হিসেবে প্রায় ৫৬ বছর ধরে কাজ করে চলেছে ঝড় পত্রিকা। সোমবার এই পত্রিকার বিশেষ সংখ্যার পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ খালেন নৈমানের অকেস্ট্রা পত্রিকার প্রকাশ করা হয়। প্রয়াত অচিন্ত সিংহের সরল সংখ্যাও প্রকাশ করা হয় এদিন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ খালেন নৈমান, চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস সহ জেলার বিশিষ্ট অধ্যাপক, লেখক, সাহিত্যিকেরা।
ঝড় পত্রিকার সম্পাদক কৌশিক চ্যাটার্জী জানান, ‘আজ আমাদের ৫৬ বছর পথচলা সম্পূর্ণ হল। কেবল করোনা মহামারির সময় আমরা আমাদের এই পত্রিকা প্রিন্ট হিসেবে প্রকাশ করতে পারিনি। এছাড়া ধারাবাহিকভাবে আমরা এখনও প্রকাশ করে চলেছি। আমাদের পত্রিকায় শিক্ষক, শিল্পী বিভিন্ন সাংবাদিকরা রয়েছেন। এবং দীর্ঘদিন ধরে আমাদের এই পত্রিকায় লিখে চলেছেন। ঝড় পত্রিকা কেবল মাত্র সাধারণ পত্রিকা নয়। রাজ্য তথা জেলার বিভিন্ন আন্দোলনে প্রথম শ্রেণিতে দাড়িয়ে আমরা প্রতিবাদ করেছি। এবং পরবর্তী কালেও করব।’